RBDM

building 1
Super
Building 2
Classroom
Assemblie
ভবন ১
ভবন ১
Teachers common room
শিক্ষক কমন রুম
শিক্ষক কমন রুম
শিক্ষক কমন রুম
Assembly
সমাবেশ
Super
সুপার
Madrasha 2
ভবন ২
Class room 2
শ্রেণি কক্ষ
Assembly 3
সমাবেশ
Bongobondhu corner
বঙ্গবন্ধু কর্নার
Assembly 2
সমাবেশ
Grage
গ্যারেজ
Classroom
শ্রেণি কক্ষ
Assemblie
সমাবেশ
previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow

প্রতিষ্ঠানের ইতিহাস

 

Super

সুপারের বানী

শিক্ষকের বানী

সাধারন শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রত্যেক মাখলুকাতের জন্য অপরিহার্য। তারই প্রতিফলন ঘটানোর জন্য উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল মতিন সাহেবের উদ্বেগে ছায়া নিবীর মনোরম তিস্তা নদীর প্রায় এক কিলোমিটার পৃর্বে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসার জন্ম হয়। শুরুথেকে এলাকার সকল মানুষের সহযোগিতায় অভিজ্ঞ শিক্ষকদ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটি এলাকা ও এলাকার বাহিরে শিক্ষার আলো ছরিয়ে দিচ্ছে। সাধারন শিক্ষার পাশাপাশি দ্বীনি মিক্ষার মাধ্যমে নারীদের সমাজ ও পরিবারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মাদ্রাসাটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হলেও এর পূণাঙ্গ রূপ পায় ১৯৮৬ সালে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়ে প্রতিষ্ঠাতা ও শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হত দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের শিক্ষা দিয়ে তাদেরকে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষমম হয়েছে। অনেক মহান শিক্ষক সরকারের বিধি অনুযায়ী অবসর গ্রহন করেছেন । আবার অনেকে হয়ত মৃত্যু বরন করেছেন। তাদের সকলের মাগফিরাত কামনা করছি। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল মতিন গত ২৭ মে ২০২৩ হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। এই মহান মানুষটি আর আমাদের মাঝে নেই। আমরা যারা অত্র পতিষ্ঠানে কর্মরত আছি তাদের পক্ষ থেকে আমি মোঃ সিদ্দিকুর রহমান সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য) বিদায়ী আত্বার মাগফিরাত ও তাদের পরিবারের দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ পাক যেন এই মানুষটিকে জান্নাতের সর্বচ্চ মাকাম দান করেন। আমিন।
মোঃ সিদ্দিকুর রহমান
সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য)

Scroll to Top